রবিবার, ২৬ মে, ২০১৯

গাণিতিক কবর কবি: সম্রাট তারেক

গাণিতিক কবর
-সম্রাট তারেক

সালাতুল ফজরের সময় হয়নি তখনো
যৌবনের সাথে জরুরি মিটিং শেষে
আমি প্রগাঢ় ঘুমের প্রস্তুতি নিচ্ছি।

তারেক তাড়াতাড়ি উঠ
মসজিদে যাবি না?
বাবার দারাজ কন্ঠ কড়া নাড়লো
        আমার দরজার স্নায়ুকোষে;

ওযুর পানিতে ঘুম ঢেকে
কুয়াশার সাথে গল্প করতে করতে আমি মসজিদে
এমন পবিত্র সকাল আমার জীবনে আর আসেনি!

 বাবার তাসবীর হাত এখন লাঠির একক আধিপত্যে
শাসনের জামায় অসুখের অসহায় আকুতি
কুল্লু নাফসিন যাইকাতুল মাউত
পবিত্র আয়াতের সাথে পবিত্র কন্ঠে কেবল সমাপ্তির হিসেব নিকেশ!

ভাবনার শতভাগ গাণিতিক কবর।

1 টি মন্তব্য: