রবিবার, ২৬ মে, ২০১৯

কবিতাঃ নিশিন্দা ফুলের দ্বন্দ্ব। কবিঃ রফিকুল নাজিম

কবিতাঃ #নিশিন্দা_ফুলের_দ্বন্দ্ব
কবিঃ রফিকুল নাজিম


তারপর বণিকটা মুনাফার সাম্রাজ্য বাড়াচ্ছে 
তারপর একুশটি বসন্তে বসেছে শহুরে মেলা,
কৃষ্ণচূড়া গাছটা ফুল প্রসব করেছে একুশবার
অতঃপর তিস্তার বুকে জলের দাগ;বালুকাবেলা!
একুশ বছর আগে ছেলেটা পাগল প্রেমিক ছিলো
বিড়াল পায়ে হেঁটে যেত সখিনার জানালায়,
প্রেমিকটা হাত বাড়িয়ে ছুঁয়ে যেত বিদ্যুত
বারংবার পুড়ে ছাই হতো বাসনায়।
বেলিফুল হাতে হেঁটে যেতো ভূতুড়ে রাত
নির্ঘুম চিঠির অস্থিরতায় বিষাদ হাঁটে বুকে,
ক্ষ্যাপা প্রেমিক চৌরাস্তায় খাম্বা হয়ে দাঁড়ায় 
প্রেমিকার বুকে সঁপে প্রাণ-নির্মল এক সুখে।
একুশ বছর আগে ছেলেটা পাগল প্রেমিক ছিলো
ছেলেটা প্রমত্ত নদীতে ঝাঁপ দিতো ভালো,
সাঁতরে পার হতো ভরা দামোদর-প্রেমিকার মন
ভালো লাগতো তার জোনাকি পোকার আলো।
একুশ বছর আগে ছেলেটা প্রেমিক ছিলো খুব
একুশ বছর আগে ছেলেটা বন্য ছিলো কামে,
একুশ বছর আগে ছেলেটা পাগল ছিলো বেশ
সুখের প্রজাপতি ধরেছিলো সে হলুদ খামে।
বণিকটা আজকাল বেলিফুল খোঁজে না আর
প্যারিসের পারফিউমে ঢাকে বুকের পোড়াগন্ধ,
সখিনার ঠোঁট ভেবে চুমুক দেয় শরাবের গ্লাসে
নিকোটিনের ধোঁয়ায় বাড়ে নিশিন্দা ফুলের দ্বন্দ্ব!
একুশ বছর আগে ব্যর্থ প্রেমিকের চোখে ছিলো জল,
আহা!একুশ বছর পর বণিকের চোখে জলে টলমল! 
________________________________________________
তারিখঃ ২৩ মে,২০১৯ খ্রি.
উত্তর বাজার
চুনারুঘাট, হবিগঞ্জ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন