কবিতাঃ অভিনয়
কবিঃ রফিকুল নাজিম
___________________________________
নিঃসঙ্গ হিজল গাছটা আচমকা প্রশ্ন করে,
'কেমন আছিস তুই?'
'ভালো আছি' উত্তর দিয়ে মিথ্যেটাকেই ছুঁই।
ওপারের কিছু মেঘ এসে আচমকা প্রশ্ন করে
'কেমন আছিস,তুই ?'
একগাল হেসেই বলি,'আছি তো ভালোই।'
আকাশ জুড়ে শুরু হয় মেঘেদের কানাকানি
দাঁত কেলিয়ে বিজলি হাসে;বলে,'সবই জানি!'
মুষলধারের বৃষ্টি আমায় ভিজিয়ে দিয়ে বলে,
'কাঁদ রে এবার মনের সুখে কপট হাসির ছলে।'
______________________________________
তারিখঃ ২৬ মে,২০১৯ খ্রি.
উত্তর বাজার,
চুনারুঘাট, হবিগঞ্জ।
কবিঃ রফিকুল নাজিম
___________________________________
নিঃসঙ্গ হিজল গাছটা আচমকা প্রশ্ন করে,
'কেমন আছিস তুই?'
'ভালো আছি' উত্তর দিয়ে মিথ্যেটাকেই ছুঁই।
ওপারের কিছু মেঘ এসে আচমকা প্রশ্ন করে
'কেমন আছিস,তুই ?'
একগাল হেসেই বলি,'আছি তো ভালোই।'
আকাশ জুড়ে শুরু হয় মেঘেদের কানাকানি
দাঁত কেলিয়ে বিজলি হাসে;বলে,'সবই জানি!'
মুষলধারের বৃষ্টি আমায় ভিজিয়ে দিয়ে বলে,
'কাঁদ রে এবার মনের সুখে কপট হাসির ছলে।'
______________________________________
তারিখঃ ২৬ মে,২০১৯ খ্রি.
উত্তর বাজার,
চুনারুঘাট, হবিগঞ্জ।